Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত


১০ জুলাই ২০১৮ ০৯:৪৮ | আপডেট: ১০ জুলাই ২০১৮ ০৯:৫৪

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: র‌্যাবের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও মিরপুরের বেড়িবাঁধ এলাকায় পৃথক এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাদিম (৩৫) ও ইব্রাহিম ওরফে পাইলট বাবু (৩৫)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, ভোরে নারায়ণঞ্জের রূপগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জেনেভা ক্যাম্পের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ নিহত হয়েছেন। আর বেড়িবাঁধ এলাকায় আরেকটি বন্দুকযুদ্ধের ঘটনায় মিরপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম ওরফে পাইলট বাবু নিহত হন।

অভিযানে ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর