Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ০০:২০ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ০০:২২

শারমিন মৌসুমি কেকা। ছবি কোলাজ: সারাবাংলা

বরিশাল: ঝালকাঠি জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর সদর রোডের নিজ বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

‎বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রোববার রাতে কেকা নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর সোমবার রাত পর্যন্ত তিনি কক্ষের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তার মেয়েরা দরজা খুলে দেখতে পান, কেকা বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।

‎তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জুলাই-আগস্টের মোট ৩টি মামলার আসামি ছিলেন শারমিন মৌসুমি কেকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর