নোয়াখালী: নোয়াখালী জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি এস এম নিজাম ও মো. দেলোয়ার হোসেন জসিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) রাতে নোয়াখালী নবাব কনভেনশন হলে নোয়াখালী জেলার কর আইনজীবীদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভায় সর্বসম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নোয়াখালীতে এই প্রথম জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কমিটির গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এডভোকেট মো. সোহাগ।
সহ-সভাপতি হিসেবে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট আবুল কালাম আজাদ ও মো. মহসিন মানিক। কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এডভোকেট কেফায়েত উল্লাহ মৃধা, এডভোকেট মোহাম্মদ সোহাগ হোসেইন, এডভোকেট তাজ হোসেন সোহেল ও মাহাবুবের রহমান সোহেল।
কমিটি ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো.আব্দুল মতিন কমিটির নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এবং চলমান ষড়যন্ত্র মোকাবিলায় ও আগামীর রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় ২১ সদস্য বিশিষ্ট কমিটির মেয়াদকাল এক বছর নির্ধারণ করে দেওয়া হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, এডভোকেট এ বি এম জাকারিয়া, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির দাফতরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ প্রমুখ।