Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি নিজাম ও সম্পাদক দেলোয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১১:১৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১১:০৩

এস এম নিজাম ও মো. দেলোয়ার হোসেন জসিম।

নোয়াখালী: নোয়াখালী জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি এস এম নিজাম ও মো. দেলোয়ার হোসেন জসিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে নোয়াখালী নবাব কনভেনশন হলে নোয়াখালী জেলার কর আইনজীবীদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভায় সর্বসম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নোয়াখালীতে এই প্রথম জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কমিটির গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এডভোকেট মো. সোহাগ।

সহ-সভাপতি হিসেবে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট আবুল কালাম আজাদ ও মো. মহসিন মানিক। কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এডভোকেট কেফায়েত উল্লাহ মৃধা, এডভোকেট মোহাম্মদ সোহাগ হোসেইন, এডভোকেট তাজ হোসেন সোহেল ও মাহাবুবের রহমান সোহেল।

বিজ্ঞাপন

কমিটি ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো.আব্দুল মতিন কমিটির নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এবং চলমান ষড়যন্ত্র মোকাবিলায় ও আগামীর রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় ২১ সদস্য বিশিষ্ট কমিটির মেয়াদকাল এক বছর নির্ধারণ করে দেওয়া হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, এডভোকেট এ বি এম জাকারিয়া, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির দাফতরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর