Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১২:১৩

নিহত ভ্যানচালক আব্দুল্লাহ।

বেনাপোল: নিখোঁজের চারদিন পর যশোরের শার্শায় আব্দুল্লাহ (২৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ডিবি ও পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোম্বর)সকাল ১০টার দিকে উপজেলার কাজিরবেড় এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের স্টিলের বাস্ক থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, গত ১০ অক্টোবর থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন।

নিহত আব্দুল্লাহ শার্শার সরদার গাতিপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।

নিহত আব্দুল্লাহর বাবা ইউনুস আলী জানান, ১০ অক্টোবর বেলা ১১টার দিকে তার ছেলে আব্দুল্লাহ জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধান না পেয়ে ১১ অক্টোবর শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

বিজ্ঞাপন

ইউনুস আলী বলেন, ‘মঙ্গলবার ভোরে জানতে পারি আমার ছেলেকে পাওয়া গেছে।’ পরে তিনি সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ইউনুস।

এদিকে, লাশ উদ্ধারের খবরে কাজীরবেড় এলাকায় উৎসুক জনতার ভীড় জমে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর