ঢাকা: জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন, আদেশ জারি ও গণভোট আয়োজন, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ সাত দাবিতে মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দলের কেন্দ্রীয় নেতারা এসব দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, আগামী ১৭ তারিখে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জুলাই সনদের সই অনুষ্ঠান হচ্ছে— কিন্তু এটি কেবল আনুষ্ঠানিকতাই হবে না; সইয়ের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী কর্তৃপক্ষকে সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ জারি করতে হবে। সনদ বাস্তবায়নের পরে দেশের জনগণের মাঝে গণভোট আয়োজন করা হলে ওই সনদকে আইনগত বৈধতা দেওয়া যাবে।
জাগপার এই মুখপাত্র বলেন, যদি জাতীয় নির্বাচনের সঙ্গে একইদিনে বা একই সময়ে সনদের ওপর গণভোট নেওয়া হয় তবে নির্বাচনের গুরুত্বের ভেতরে সেই গণভোট গৌণ হয়ে যাবে। সে কারণে স্বাক্ষর-অনুষ্ঠানের পরে দ্রুত বাস্তবায়ন-আদেশ জারি করে, নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আলাদা গণভোট আয়োজন করতে হবে।
তিনি বলেন, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি ও উসকানিমূলক বক্তব্য লক্ষ্য করা যাচ্ছে। প্রথম থেকেই জাগপা পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি অব্যাহত রাখছে এবং এটিকে দেশের গণতন্ত্র ও মৌলিক পরিবর্তনের একমাত্র বিকল্প হিসেবে উপস্থাপন করে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে সেই আওয়ামীলীগের “দোসর” হিসেবে আখ্যায়িত জাতীয় পার্টি ও ১৪ দলেরও সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনি প্রক্রিয়া স্বচ্ছ ও গুণগত হওয়া উচিত এবং ভবিষ্যতে পুনরায় কোনো স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা হওয়ার সুযোগ দেওয়া যাবে না।
দেশের জনগণকে সচেতন থেকে রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তারা আবারও রক্ত দিতেও পিছপা হবে না। কিন্তু দেশের ভবিষ্যৎ রক্ষা ও গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য কঠোর অবস্থান সব সময় বজায় রাখবে।
বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান, সৈয়দ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, যুবনেতা শ্যামল, বাবলুসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।