Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে ২ কোটি টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ


১০ জুলাই ২০১৮ ১২:০২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দ করা ৪৩ হাজার ৮০৫ পিস ওষুধের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

সোমবার (৯ জুলাই) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহাপরিচালক শহিদুল ইসলাম সারাবাংলা’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

জব্দ করা ওষুধের মধ্যে রয়েছে- ৮৪০০ পিস xenical, ৩১৩০ পিস Mixtard 30, ৪৫০০ পিস Sandimmun, ১১,২৭৫ পিস Imuran, ৬০০০ পিস Clomid, ৫০০০ পিস Leukeran ও ৫৫০০ পিস Konakion 5500 pcs। সব মিলিয়ে সাত ধরনের মোট ৪৩ হাজার ৮০৫ পিস ওষুধ জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দারা জানান, এসব ওষুধ ব্লাড ক্যান্সার, ডায়াবেটিস ও মেদ ঝরানোর কাজে ব্যবহৃত হয়। তবে ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া এসব ওষুধ আমদানি নিষিদ্ধ।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, শাহজালাল বিমানবন্দরে বিকেল সাড়ে ৫টার দিকে লাবন্য ইসলাম নামে এক যাত্রী (পাসপোর্ট নং: BP 0639909) মিশর থেকে Ek 586 ফ্লাইটে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ওই যাত্রী ৪নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার চেষ্টা করলে শুল্ক গোয়েন্দারা তার গতিরোধ করেন। তার চারটি লাগেজ তল্লাশি করে বিদেশি ওষুধগুলো আটক করে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহাপরিচালক শহিদুল ইসলাম সারাবাংলা’কে বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী ওষুধ শিল্প প্রশাসনের অনুমতি ছাড়া এসব ওষুধ আমদানি করা যায় না। তাই এগুলো জব্দ করে শুল্ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর