Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ২৩:৩২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ০১:২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পিত্তথলির জটিলতায় অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, নজরুল ইসলাম খানের পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার পিত্তথলিতে জমাট পাথর অপসারণে অস্ত্রোপচার করা হবে।

ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক একিউএম মহসিনের তত্ত্বাবধানে নজরুল ইসলাম খান চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

বিএনপি নেতা ডা. জাহিদ হোসেন বলেন, ‘চিকিৎসকরা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন। আমরা আশাবাদী, অপারেশন সফলভাবে সম্পন্ন হবে।’

তিনি দলের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের দ্রুত আরোগ্য কামনা করে সকল নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর