Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে পোস্ট দিয়ে সিমের কললিস্ট বিক্রি, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ০০:২৬

গ্রেফতার সিয়াম। ছবি: সংগৃহীত

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সিমের মালিকানা ও কললিস্ট বিক্রির সংঘবদ্ধ চক্রের মো. সিয়াম হাওলাদার (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ফেসবুকে পোস্ট দিয়ে দেশের বিভিন্ন নাগরিকের কললিস্ট (সিডিআর) বিক্রি করে আসছিল একটি চক্র। এ ছাড়াও দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সম্পূর্ণ ডেটা, এসএমএস তালিকা, বিকাশ অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণী এবং মামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য বিক্রি করছিল চক্রটি। নাগরিকদের ব্যক্তিগত সংবেদনশীল তথ্য চুরি ও অবৈধভাবে বিক্রি করার অভিযোগে চক্রটির সদস্য সিয়ামকে সোমবার মধ্যরাতে লক্ষীপুর থেকে গ্রেফতার করেছে সিআইডি। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার কমলনগর থানার চর কাদিরা গ্রামে। গ্রেফতারকালীন তার কাছ থেকে অপরাধকার্যে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড, হার্ডডিস্ক ও অন্যান্য আলামত জব্দ করা হয়।’

বিজ্ঞাপন

জসীম উদ্দিন বলেন, ‘গ্রেফতারকৃত মো. সিয়াম হাওলাদার ফেসবুকের একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে সক্রিয় ছিল। সে অর্থের বিনিময়ে দেশের নাগরিকদের তথ্য বেআইনিভাবে “সেবা” হিসেবে বিক্রি করে আসছিল। তিনি এনআইডি, সিডিআর, ব্যাংকিং ডাটাসহ বিভিন্ন ডাটাবেজ থেকে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের সহায়তায় তথ্য চুরি করে অপরাধ সংঘটিত করছিল। এই ঘটনায় তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় সাইবার মামলা করা হয়েছে।’

গ্রেফতার সিয়ামের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।