Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি চরমোনাই পীরের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১১:৫৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৩:৩১

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই মিরপুরের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রতিবছর বাংলাদেশে অগ্নিকাণ্ডে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। ঘটনার পর কিছুদিন তোড়জোড় দেখা গেলেও তা দ্রুত স্তিমিত হয়ে যায়। অগ্নিনিরাপত্তা বিষয়ক বিদ্যমান আইনগুলোর কার্যকর বাস্তবায়ন হয় না, নজরদারিও নেই। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে আইন অনুসরণ করাও সম্ভব হয় না। সার্বিক অব্যবস্থাপনার ফলেই নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা একটি সভ্য সমাজে সহ্য করার মতো নয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অগ্নিনিরাপত্তাসহ জননিরাপত্তা-সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনা করতে হবে এবং সরকারি দফতরগুলোর মধ্যে সমন্বয় সৃষ্টি করে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

পীর সাহেব চরমোনাই নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর