বান্দরবান: পিআর পদ্ধতির নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বান্দরবান জেলা জামায়াতের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর এসএম আব্দুচ সালাম আজাদ, নায়েবে আমীর ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আবুল কালাম, সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘নির্বাচন বললেই হয় না। গত ১৬ বছর নির্বাচনের নামে আওয়ামী লীগ তামাশা করেছে তখন কোথায় ছিলেন আপনারা। রাতের ভোটে মানুষের অধিকার হরণ করেছে ফ্যাসিষ্ট সরকার। তাই আর কোনো তামাশা নয়।’
পিআর পদ্ধতি, ফ্যাসিষ্ট সরকারের সব নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাসহ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্ল্যানিং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তারা।