Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা হিংসার রাজনীতি চাই না: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৩:৩৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৪:৩২

বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা হিংসার রাজনীতি চাই না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম সকল পেশার মানুষ মিলে থাকাটাই হচ্ছে বাংলাদেশ। ভাগাভাগি না করে, বিভাজন সৃষ্টি না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার গঠন করতে দেন।’

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নির্বাচনি প্রচারণায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় ইউনিয়নে সুধী সমাজ, হিন্দু ধর্মালম্বী ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘৭১-এর স্বাধীনতা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ, স্বাধীনতার মাধ্যমে এই দেশকে পেয়েছি। ঠিক একইভাবে ২৪-এর গণ অভ্যুত্থান আমরা ভুলব না। কারণ, তাদের রক্তের বিনিময়ে স্বেচ্ছাচারী সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘দেশে অনেক ক্ষতি হয়েছে। আমরা আর সেগুলো দেখতে চাই না। আমরা সবাই মিলে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সুন্দর পরিবেশে জনগণের ইচ্ছে মতো ভোট দেওয়ার স্বাধীনতা তৈরি করতে হবে। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব-এভাবেই জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হলে সর্বপ্রথম আমাদের কাজ হবে বেকারত্ব দূর করার জন্য এক কোটি কর্মসংস্থানের চেষ্টা করব। স্বাস্থ্য খাতকে উন্নয়ন করে দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। কারিগরি শিক্ষা ব্যবস্থার দিকে বেশি গুরুত্ব দিয়ে বেকারত্ব দূর করাসহ এই দেশকে সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য।’

পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, ‘পিআর পদ্ধতি সম্পর্কে মানুষ এখনো বুঝে না। অথচ অনেকেই এ পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন হচ্ছে। এগুলোর উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে পেছানো।’

মির্জা ফখরুল বলেন, ‘বিভাজন সৃষ্টি না করে এই দেশটাকে বাঁচান। বিভিন্ন দাবি-দাবায় না থেকে এই দেশকে রক্ষা করুন। আমরা আর ভাগাভাগি দেখতে চাইনা। সবাই মিলে এক হয়ে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল রেদো শাহ-এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর