Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৪:১৩ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৪:৪৭

মাইজদী টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

নোয়াখালী: বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট, পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা শহর মাইজদীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মাইজদী টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।

মানববন্ধনটি জেলা শহরের টাউন হল মোড় থেকে শুরু হয়ে দক্ষিণে পৌরবাজার জামে মসজিদ মোড়ে, উত্তরে গণপূর্ত ভবন, সুপার মার্কেট হয়ে সুধারাম মডেল থানা পর্যন্ত বিস্তৃত ছিল। জেলার বিভিন্ন জায়গা থেকে হাজারেরও বেশি নেতাকর্মী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েব আমির কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য অধ্যক্ষ মাওলানা সাঈয়েদ আহমদ, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা সহকারি সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, জেলা প্রচার সেক্রেটারি ডাঃ বোরহান উদ্দিন, জেলা কর্ম পরিষদ সদস্য নাসিমুল গনি চৌধুরী মহল, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি জেলা কর্মপরিষদ পরিষদের সদস্য এডভোকেট তাজুল ইসলাম, নোয়াখালী শহর জামাতের আমির মাওলানা মোহাম্মদ ইউসুফ, সদর উপজেলা আমীর হাফেজ মহিউদ্দিন, কবিরহাট উপজেলা আমির ফখরুল ইসলাম মিলনসহ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট, আওয়ামী ফ্যাসিবাদীর বিচার, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর দাবি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর