Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু নির্বাচন
শীর্ষ ৩ পদের প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন

রাবি করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৬:৫০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৭:৩৩

ছবি কোলাজ: সারাবাংলা

রাজশাহী: দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১২টায় শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

জানা গেছে, নয়টি অ্যাকাডেমিক ভবনের মোট ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নেওয়া প্রধান প্যানেলগুলোর ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা নিজ নিজ হলে বা নির্ধারিত কেন্দ্রে ভোট দেবেন।

ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির ভোট দেবেন সোহরাওয়ার্দী হল কেন্দ্রে (তৃতীয় বিজ্ঞান ভবনের দক্ষিণ-পশ্চিম পার্শ্ব)। জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন ভোট দেবেন হবিবুর রহমান হল কেন্দ্রে (দ্বিতীয় বিজ্ঞান ভবনের ১৩৩ নম্বর কক্ষ) এবং এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা ভোট দেবেন রহমতুন্নেসা হল কেন্দ্রে (রবীন্দ্র ভবনের দক্ষিণ-পশ্চিম পার্শ্বের ১২৩ নম্বর কক্ষ)।

বিজ্ঞাপন

ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোট দেবেন আমির আলি হল কেন্দ্রে (জুবেরি ভবনের পূর্ব হল রুম)। জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা ভোট দেবেন জিয়াউর রহমান হল কেন্দ্রে (শহীদুল্লাহ ভবনের ১৫০ নম্বর গ্যালারি) এবং এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বির ভোট দেবেন শেরে বাংলা হল কেন্দ্রে (প্রথম বিজ্ঞান ভবনের ১২৯ নম্বর গ্যালারি)।

ছাত্র অধিকার পরিষদ মনোনীত রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী মারুফ ভোট দেবেন সোহরাওয়ার্দী হল কেন্দ্রে (তৃতীয় বিজ্ঞান ভবনের দক্ষিণ-পশ্চিম পার্শ্ব)। জিএস প্রার্থী আফরিন জাহান ভোট দেবেন মন্নুজান হল কেন্দ্রে (ডিনস কমপ্লেক্স) এবং এজিএস প্রার্থী আল শাহরিয়ার শুভ ভোট দেবেন বিজয়-২৪ হল কেন্দ্রে (চতুর্থ বিজ্ঞান ভবনের সিএসএল গ্যালারি)।

ছাত্র ইউনিয়নের একাংশের অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪ প্যানেলের ভিপি প্রার্থী গোলাম কিবরিয়া মাসুদ ভোট দেবেন সত্যেন্দ্রনাথ বসু ভবনের ২০৮ নম্বর কক্ষে। জিএস প্রার্থী পরমা পারমিতা ভোট দেবেন ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২৮ নম্বর কক্ষে এবং এজিএস প্রার্থী মতিউর রহমান ভোট দেবেন তৃতীয় বিজ্ঞান ভবনে।

এ ছাড়াও সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী তাসিন খান ভোট দেবেন রোকেয়া হল কেন্দ্রে (রবীন্দ্র ভবনের পূর্ব মধ্য গেইট)। জিএস প্রার্থী রাজন আল আহমেদ ভোট দেবেন সৈয়দ আমীর আলী হল কেন্দ্রে (জুবেরি ভবনের পূর্ব হল রুম) এবং এজিএস প্রার্থী মাহাদী হাসান মাহির ভোট দেবেন শহীদুল্লাহ একাডেমিক ভবনে।

উল্লেখ্য, রাকসু ও সিনেট নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

বিজ্ঞাপন

হাসান হাফিজ: কবিতার শাহজাদা
১৫ অক্টোবর ২০২৫ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর