Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ৫ দফা দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৭:১১

বক্তব্য দিচ্ছেনআ.ন.ম মামুনুর রশীদ। ছবি: সারাবাংলা

বগুড়া: জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখা।

সংগঠনের জেলার সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলার সভাপতি আ.ন.ম মামুনুর রশীদ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, পিআর পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। জুলাই আন্দোলনের আকাঙ্খা অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় জাতি পুরাতনকে বিতাড়িত করেছে। নতুন বাংলাদেশ গড়তে নতুন-নতুন ইস্যু আসবেই। যারা নতুন নতুন ইস্যুতে অস্বস্তিবোধ করে, তারা মূলত নতুন বাংলাদেশ চায় না। তারা আওয়ামী জাহেলিয়া নতুনরূপে প্রতিষ্ঠা করতে চায়। রাষ্ট্র কাঠামোর যেখানে সংস্কার প্রয়োজন, সেখানেই একটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, সংস্কার, বিচার ও নির্বাচনের ঘোষণা ছিল প্রধান উপদেষ্টার। অথচ প্রধান উপদেষ্টা সংস্কার ও বিচারের দৃশ্যমান রূপ না দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন। তিনি যেই রোডম্যাপ দিয়েছেন, সেই রোডম্যাপেই নির্বাচন হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কোনো আপত্তি নাই। তবে অবশ্যই নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার বাস্তবায়ন করতে হবে। তারপর পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে জনগণের সংসদ ও সরকার গঠন করতে হবে। দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিয়াউর রহমান জিয়া, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ রেজাউল করীম, যুব আন্দোলনের সভাপতি মো. সোহরাব হোসেন, শ্রমিক আন্দোলনের সেক্রেটারি মো. আবু সাঈদ, ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ও জুলাই যোদ্ধা-ছাত্র নেতা হাসান আহমাদ রাবি প্রমুখ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

বগুড়ায় ৫ দফা দাবিতে মানববন্ধন
১৫ অক্টোবর ২০২৫ ১৭:১১

আরো

সম্পর্কিত খবর