Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ এসপিকে দুদক পরিচালক পদে বদলির প্রজ্ঞাপন বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৭:২৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৭:৫২

ঢাকা: ২৪ ঘণ্টার ব্যবধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রেষণে বদলি করা দুই পুলিশ সুপারের (এসপি) বদলি আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনের সই করা এক প্রজ্ঞাপনে মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপন বাতিলের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং মো. জাহিদুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে প্রেষণে বদলির আদেশটি বাতিল করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়। তবে কী কারণে বদলির আদেশ জারির ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করা হলো সেটি জানা যায়নি।

বিজ্ঞাপন