বগুড়া: জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও ১৪ দল নিষিদ্ধসহ ৭ দফা দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে জেলা জাগপা। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় শহরের সাতমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জাগপার প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাগপার সভাপতি শামীম আকতার পাইলট। মানববন্ধনে জেলা জাগপার সহ-সভাপতি শামসুল হকসহ যুব জাগাপা, শ্রমিক জাগপা ও মহিলা জাগপার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জাগপার প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাগপার সভাপতি শামীম আকতার পাইলট বলেন, জুলাই চেতনা এখনো বাস্তবায়ন হয়নি। উপদেষ্টারা যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়ন করুন। এদেশে যাতে আর কোনো স্বৈরাচার সরকার গঠন করতে না পারে, সেজন্য দ্রুত আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে।
এসময় তারা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন, আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ, সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরা, আওয়ামী আমলে ভারতের সঙ্গে সম্পাদিত গোপন অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ, জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন।