ঢাবি কি জঙ্গি তৈরির কারখানা, প্রশ্ন মানববন্ধনে
১০ জুলাই ২০১৮ ১৩:২৬
|| ঢাবি করেসপন্ডেন্ট ||
ঢাকা বিশ্ববিদ্যালয় কি জঙ্গি তৈরির কারখানা? উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে উদ্দেশ্য করে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ জুলাই) বেলা সোয়া বারোটার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থীরা এই প্রশ্ন রাখেন।
তারা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। কিন্তু উপাচার্য আন্দোলনকারীদের জঙ্গির সঙ্গে তুলনা করেছেন। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি জঙ্গি তৈরির কারখানা?’
এসময় বিভাগের ছাত্র মাসুদ রানার উপর হামলার বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন তারা। মানববন্ধনে বাংলা বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এর আগে, গত ২ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হামলার শিকার হন মাসুদ রানা। মানববন্ধনে অংশ নেন তিনিও। এসময় আহত মাসুদ রানার বক্তব্যে ক্ষোভ ঝরে পড়ে। তিনি বলেন, ‘আমার ওপর হামলার বিচার চাই না আমি। চাই আর কোনো শিক্ষার্থীর উপর কেউ যেন হামলা না করে।’
এর আগে, রোববার (৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে অশুভ শক্তির তৎপরতা এবং জঙ্গি কর্মকাণ্ড দেখেছেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। তিনি আরও বলেন, ‘কোটা আন্দোলনকারীরা ফেসবুক লাইভে এসে জঙ্গিদের মতো করে ভিডিও বার্তা দিয়ে কর্মসূচি বা কর্মপরিকল্পনা ঘোষণা করে। তাদের এমন মনোভাবের সঙ্গে জঙ্গি কর্মকাণ্ডের মিল আছে। তারা কারা? কোন রাজনৈতিক অশুভ শক্তি, আমরা তা জানি না। সেটা বের করবে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সহায়তা করব আমরা।’
সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে বেধড়ক পেটানোর ঘটনা ঘটে। প্রথম দফায় শনিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে এবং দ্বিতীয় দফায় রবিবার (১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় অপর একদল শিক্ষার্থী। আন্দোলনকারীদের অভিযোগ, হামলাকারীরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী।
সারাবাংলা/কেকে/এএস