Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন
অমোচনীয় কালিতে জালভোটের সন্দেহ ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’র

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ২০:২৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ২১:২৪

‘অহিংস শিক্ষার্থী ঐক্য’র সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রশাসনের উদ্দেশ্যমূলক গাফেলতির সুযোগ নিয়ে জাল ভোটের সন্দেহ করছেন সুফিবাদী আদর্শে বিশ্বাসী প্যানেল ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে আটটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে তদন্তের দাবি জানান এ প্যানেলের ভিপি প্রার্থী ফরহাদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ফরহাদুল ইসলাম বলেন, ‘ভোটগ্রহণ শুরুর পর বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ২১৪ নম্বর কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরবিহীন ২০টি ব্যালট পেপার বাক্সে প্রবেশ করানো হয়েছে। দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাদের জানানোসহ মিডিয়ায় প্রতিবেদন প্রকাশ হওয়ার পরও প্রশাসন কোনোধরনের ব্যবস্থা নেয়নি। আমরা ভোটারদের সঙ্গে কথা বলে জেনেছি, পানি দিলেই মুছে যাচ্ছে অমোচনীয় কালি। এটা প্রশাসনের উদ্দেশ্যমূলক গাফিলতি। অনেকের মতো আমরাও বিষয়টি জাল ভোটকাণ্ডে ব্যবহার হওয়ার সমূহ আশঙ্কা প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

ভোটকেন্দ্রের গোপন বুথে উদ্দেশ্যমূলকভাবে ছাপানো প্যানেল রেখে আসার অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের প্যানেলভুক্ত একজন প্রার্থীর দেওয়া তথ্যমতে, বিবিএ ফ্যাকাল্টি ভবনের ৩৩৫ নম্বর রুমে আগে ভোট দেওয়া একজনের আইডি কার্ড নিয়ে আরেকজন ভোট দেওয়ার চেষ্টা করেছে। অনেকগুলো ভোট গ্রহণ কক্ষে ভোটারদের ব্যালট পেপার দেওয়ার পর সই নেওয়া হয়নি। প্রিজাইডিং অফিসাররা এ ঘটনা জানার পরেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি।’

‘আইটি ভবনের ৩০৯ নম্বর ভোট কক্ষের সামনে রাখা টেবিলে একটি নির্দিষ্ট প্যানেলের লিফলেট রাখা ভোটারদের প্রভাবিত করা, আইটি ভবন, চাকসু ভবন হৃদয় চন্দ্র তরুয়া ভবনের সামনে অন্য একটি প্যানেলের ক্যাম্প বসানো হয়েছে, যা আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন।

প্রার্থীদের বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে সাক্ষাৎকার দেওয়ার সময় বাধা দিয়েছেন এবং আমার সাথে প্রশাসনিক কর্মকর্তারা অশোভন আচরণ করেছেন। আমরা মনে করি, একটি বিশেষ পক্ষের হয়ে তারা কাজ করছে। এ ধরনের কর্মকর্তাদের সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তদন্তপূর্বক বিচার চাই।’

ফরহাদুল ইসলাম আরও বলেন, ‘বহিরাগত নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা ছিল দৃষ্টিকটু। পদক্ষেপ না নেওয়ার কারণে তাদের অবস্থান ছিল রহস্যজনক। এছাড়া, নির্বাচনি আচরণ বিধিতে উল্লেখ ছিল কেন্দ্রের ১০০ মিটারের ভেতরে কোনো প্রার্থী প্রচার চালানো বা ভোটারদের প্রভাবিত করতে পারবেন না। কিন্তু বিভিন্ন কেন্দ্রে প্রার্থী ভোট কেন্দ্রের কাছাকাছি গিয়ে ভোটারদের নানাভাবে প্রভাবিত করেছেন। এমনকি কাগজে ব্যালট নম্বর লিখে দিয়েছেন।’

তবে ৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসু নির্বাচন ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেল বর্জন করছে না বলে জানান ফরহাদুল ইসলাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর