বসুন্ধরা সিটির ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
১০ জুলাই ২০১৮ ১৪:১২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন সারাবাংলা’কে জানান, আনুমানিক ২৭ বছর বয়সী ওই তরুণের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল নেভি ব্লু রঙের টি-শার্ট ও নীল জিন্সের প্যান্ট।
এএসআই ইকবাল বলেন, আজ (মঙ্গলবার) শপিং মল বন্ধ থাকলেও মার্কেটের সপ্তম ও অষ্টম তলা খোলা ছিল। ওই তরুণকে শপিং মলের নিচ তলায় মূল এসকেলেটরের সামনে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তিনি কয় তলা থেকে পড়ে গেছেন বা তাকে ফেলে দেওয়া হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/টিআর