Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু ১৭ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১০:৫০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১১:৪১

ঢাকা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন শুক্রবার (১৭ অক্টোবর) থেকে, যা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।

গত সোমবার (১৩ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুনঃনিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইন মাধ্যমে করা যাবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।

প্রসঙ্গত, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষা সারাদেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, দুই লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী ছিল। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী রয়েছেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ৯ হাজার ৬১১ জন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর