Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসিতে বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫.৯০%

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১২:২০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৩:১৪

ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫ দশমিক ৯০ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার বিদেশ কেন্দ্র থেকে মোট ২৯১ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৭৯ জন এবং অনত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন। এবার মোট ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ২টি, বহিষ্কৃত পরীক্ষার্থী শূণ্য।

বিজ্ঞাপন

গতবছর, বিদেশ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২৮২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ২৬৯ জন। অনুত্তীর্ণ ছিল ১৩ জন পরীক্ষার্থী। পাসের হার ছিল ৯৫ দশমিক ৩৯ শতাংশ। আর বিদেশে কেন্দ্রে আটটি প্রতিষ্ঠান বা কেন্দ্রের মধ্যে শতভাগ উত্তীর্ণ তিনটি।

উল্লেখ্য, দেশে এবার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।