Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিকারুননিসায় পাসের হার ৯৭.৫৬%

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১২:৪৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৩:১১

আশানুরূপ ফল পেয়ে উচ্ছ্বসিত ভিকারুননিসা কলেজের শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৮৬ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

এ বছর ভিকারুননিসা থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৫১৪ জন, সব পরীক্ষা দিয়েছেন ২ হাজার ৪৯৫ জন। আর পাস করেছেন ২ হাজার ৪৯৫ জন।

এদিকে গত বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৫৬৯ জন। এর মধ্যে পাস করেন ২ হাজার ৫৩৫ জন। পাসের হার ছিল ৯৯ দশমিক শূন্য ৬ শতাংশ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। তবে, প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়নি। সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর