ঢাকা: ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় মোট ৩৪৫টি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। গত বছর এক হাজার ৩৮৮টি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছিল। সেই হিসেবে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে।
চলতি বছরে সারা দেশের মোট ৯ হাজার ৩০২টি শিক্ষাপ্রতিষ্ঠান এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারাদেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। সব শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে। এ বছর ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল এক লাখ ৩১ হাজার ৩৭৬।
প্রসঙ্গত, গত ২৬ জুন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে ১৯ আগস্ট শেষ হয়। এরপর ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। সারাদেশের মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।