Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নটর ডেম কলেজে পাসের হার ৯৯.৬০%

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৩:০৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৩:১০

নটর ডেম কলেজের ছাত্রদের উচ্ছ্বাস। ছবি: সারাবাংলা

ঢাকা: এবার এইচএসসি পরীক্ষায় ঢাকার নটর ডেম কলেজে পাসের হার ৯৯ দশমিক ৬০ শতাংশ। প্রতিষ্ঠানটির মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ২৫১ জন। পাস করেছেন ৩ হাজার ২২৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪৫৪ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বোর্ড তথ্য থেকে জানা গেছে, এ বছর নটর ডেম থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ২৫১। আর পাস করেছেন ৩ হাজার ২২৬ জন। আর ফেল করেছেন ২৫ জন। মোট পাসের হার ৯৯ দশমিক ২৩ শতাংশ। যা ২০২৪ সালে নটর ডেম কলেজে পাসের হার ছিল ৯৯ দশমিক ৯৪ এবং ২ হাজার ৬১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। ওই বছর সবমিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলো ৩ হাজার ২৬৯ জন শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষা দিয়েছিল ৩ হাজার ২৬৯ জন, যার মধ্যে ফেল করেন ২ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এছাড়াও কলেজটির ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৭৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৪১ জন এবং অনুত্তীর্ণ ২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৭৮ জন। মানবিক শাখায় মোট ৩৯৫ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮৫ জন এবং অনুত্তীর্ণ ১০ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন। বিজ্ঞান শাখায় মোট ২ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ১০০ জন এবং অনুত্তীর্ণ ১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৬৮ জন শিক্ষার্থী।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর