Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু নির্বাচন: অমোচনীয় কালি সহজেই মুছে যাওয়ার অভিযোগ

রাবি করেসপনডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৩:২৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৪:৪৯

নির্বাচনে ভোটদারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালি সহজেই মুছে যাচ্ছে। ছবি: সারাবাংলা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটদারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালি সহজেই মুছে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট শুরু হয় এবং ভোট দিয়ে বের হওয়ার কিছুক্ষণ পরেই কালি উঠে যাচ্ছে বলে অভিযোগ করেন অনেক শিক্ষার্থী।

সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে দেখা যায়, অনেক ভোটারের আঙুলে কালির দাগ প্রায় মুছে গেছে। কারও ক্ষেত্রে আবার তা হালকা ধূসর ছাপের মতো দেখা যাচ্ছে।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, আমি সকাল ১০টার দিকে ভোট দিয়েছি। কিছু সময় পর দেখি কালিটা প্রায় উঠে গেছে। এছাড়াও কালিতে একটু হাত দিলেই এটি উঠে আসছে। অথচ এটি তো অমোচনীয় কালি হওয়া উচিত ছিল।

বিজ্ঞাপন

একই অভিযোগ করেন সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী তাসনিম তানিয়া। তিনি বলেন, ‘অমোচনীয় কালি বলেই তো এটি দেওয়া হয়। কিন্তু মাত্র এক ঘণ্টার মধ্যে পুরোটা হালকা হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে না আমি ভোট দিয়েছি কি না।’

নির্বাচন কমিশনার পারভেজ আজহারুল বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে কালি ঘষে তুলে ফেলে, তাহলে সেখানে আমাদের কোনো দায় নেই। কালি কিছু সময় রাখার পর স্থায়ী হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে ঘষা দিলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

এদিকে অমোচনীয় কালি সহজেই উঠে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘কালি নিয়ে এমন কথা উঠেছে যে এটি উঠে যাচ্ছে। আসলে অনেক দাম দিয়ে বাজারের সর্বোচ্চ মানের কালিই আনা হয়েছে ব্যবহারের জন্য। তবে কেউ যদি লাগানোর সঙ্গে সঙ্গে ঘষাঘষি না করে একটু শুকাতে দেন, তাহলে আশা করা যায় কালি হাত থেকে উঠবে না।

তিনি বলেন, আমাদের রেজিস্ট্রার স্যার বুধবার (১৫ অক্টোবর) কালি লাগিয়েছিলেন হাতে—আজকে তিনি যতই ঘষছেন, কালি উঠছে না। শিক্ষার্থীদের আইডি কার্ড ও ছবি দেখে চিহ্নিত করা হচ্ছে। কালির বিষয়টি পুরো প্রক্রিয়ার অনেকগুলো ধাপের মধ্যে একটি ধাপ মাত্র। এটি বড় কোনো ইস্যু নয়, তাই এজন্য ভোটের কোনো সমস্যা হবে না।’

বিজ্ঞাপন

পাবনায় ২ জনের মরদেহ উদ্ধার
১৬ অক্টোবর ২০২৫ ১৬:৪১

আরো

সম্পর্কিত খবর