রাজবাড়ী: রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসা নিতে গিয়ে জরুরি বিভাগ থেকে দেওয়া এক প্রেসক্রিপশনে সাপোজিটরি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) ওই প্রেসক্রিপশনটির ছবি দিয়ে ফয়সাল শেখ নামের এক ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে বিষয়টি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পরে বিষয়টি নিয়ে ব্যপক আলোচনা-সমালোচনা হয়।
ফয়সাল শেখ নামের এক ব্যক্তি বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ১৮ মিনিটে তার নিজ ফেসবুক প্রোফাইলে ও ‘উই আর রাজবাড়ীয়ানস’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রেসক্রিপশনটির ছবি পোস্ট করেন।
ফেসবুক পোস্টে ফয়সাল শেখ লেখেন-‘১৩ তারিখ রাতের ঘটনা- রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে খালাতো ভাইকে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। ৪ দিন ধরে জ্বর। ডাক্তার জ্বর বেশি হলে সাপোজিটরি খাওয়ার পরামর্শ দিলেন। কিন্তু আগে কখনো সাপোজিটরি খাওয়া হয় নাই, তাই জানি না এটা কীভাবে খেতে হয়। কারো যদি পূর্বে সাপোজিটরি খাওয়ার অভিজ্ঞতা থাকে শেয়ার করবেন।
(বিঃদ্রঃ প্রেসক্রিপশন করেছেন ডাক্তারের সহকারি, নীচে সিগনেচার ডাক্তারের)।’
ভাইরাল এই প্রেসক্রিপশন নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনেরা। এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স রওশন আরা বলেন, হাসপাতালে ডাক্তার সংকট, যখন রোগীর চাপ বাড়ে তখন ডাক্তার একা সামাল দিতে পারেন না। অনেক সময় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা ইন্টার্ন করছেন তারা প্রেসক্রিপশন করেন। ডাক্তার সেটা দেখে প্রেসক্রিপশনে সই দিয়ে দেন।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, সাপোজিটরি সাধারণত পায়ু পথে নিতে হয়। এটা কোনোভাবেই খাবার জন্য নয়। হয়তো ভুলবশত হয়েছে এমনটা। ম্যাটসের শিক্ষার্থীরা প্রশিক্ষণ নেয় কিন্তু প্রেসক্রিপশন করার এখতিয়ার তাদের নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।