ঢাকা: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হারে সবচেয়ে এগিয়ে মাদরাসা শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। যদিও বোর্ডটিতে এবার পাসের হার কমেছে।
আর জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দেশব্যাপী একযোগে প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া যায়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার আলিমে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। যেখানে গত বছর ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ। ফলে এবার শিক্ষার্থীর পাসের হার কমেছে। এছাড়া এ বছর আলিমে মোট জিপিএ পেয়েছেন ৪ হাজার ২৬৮। যেখানে গত বছর ছিল ৯ হাজার ৬১৩ জন।
এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ১০২ জন, যা গত বছরের চেয়ে ১ হাজার ৯৭৪ জন কম। ২ হাজার ৬৮২টি মাদরাসার এসব পরীক্ষার্থী ৪৫৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
এদিকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এবার পাসের হারে শীর্ষ রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। সর্বনিম্ন কুমিল্লা বোর্ড। পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৫২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, যশোরে ৫০ দশমিক ২০, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪, রাজশাহীতে ৫৯ দশমিক ৪০, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯ ও কুমিল্লায় ৪৮ দশমিক ৮৬ শতাংশ।
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ। এ বছর মোট ১০৫ হাজার ৬১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৬৬ হাজার ১৮৫ জন উত্তীর্ণ হয়েছেন।