Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজউক উত্তরা মডেল কলেজে পাসের হার ৯৯.৯৪%

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৪:৫২

ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে রাজধানীর উত্তরার রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২১৮ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৭১ দশমিক ৯৪ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেশব্যাপী একযোগে প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া যায়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, রাজউক থেকে এবার ১ হাজার ৬৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে একজন অকৃতকার্য হয়েছেন, পাস করেছেন ১৬৯২ জন। এবার বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ১৩২ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৬৩ জন।

বিজ্ঞাপন

এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। এদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ১৮৬ জন। মানবিক বিভাগে ১৩৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ জন।

গত বছর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৬৭৪ শিক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছিলেন। এবার একজনের অকৃতকার্যের মধ্য দিয়ে ফেলের খাতায় নাম লেখাল শিক্ষাপ্রতিষ্ঠানটি।

এদিকে, এ বছর রাজউক উত্তরা মডেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২১৮ জন শিক্ষার্থী। আর গত এর সংখ্যা ছিল ১ হাজার ৪৭৯ জনে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর