Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চমক রেখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৫:৫১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৬:৪২

দলে নতুন মুখ মাহিদুল, ফিরলেন সৌম্য

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে একদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। দুদিন বাদেই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ ওভারের ফরম্যাটের লড়াই। বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে মাঠে নামছে বাংলাদেশ দল। এই সিরিজের জন্য মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে  ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।

বহুদিন পর দলে ফিরে এক ম্যাচ খেলেই বাদ পড়লেন মোহাম্মদ নাঈম শেখ। এক ম্যাচ খেলে দলে জায়গা হারালেন নাহিদ রানাও।

এক ব্যাটসম্যান ও এক পেসারের বদলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলে নেওয়া হয়েছে দুই ব্যাটারকে। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আগের আরও অনেকবারের মতো আবারও দলে ফিরেছেন সৌম্য সরকার।

বিজ্ঞাপন

আগামী ১৮ মার্চ মিরপুরে শুরু ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হেসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন।

বিজ্ঞাপন

পাবনায় ২ জনের মরদেহ উদ্ধার
১৬ অক্টোবর ২০২৫ ১৬:৪১

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর