পাবনা: পাবনায় গত ২০ ঘন্টার ব্যবধানে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে পাবনা পৌর এলাকার শালগাড়ীয়া গোরস্থান পাড়ায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে ঈশ্বরদী উপজেলায় নিখোঁজের একদিন পর ইমান আলী প্রামাণিক নামের এক ব্যাক্তির মরদেহও উদ্ধার করে পুলিশ। নিহত ইমান আলী পেশায় একজন ভ্যানচালক ছিলেন। বুধবার সন্ধায় রাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় পাবনা সুগার মিলস সংলগ্ন একটি ঝোঁপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমান আলী প্রামানিক (৫৪) মনসিদপুর তেঁতুলতলা এলাকার মৃত জয়নাল প্রামানিকের ছেলে। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. স. ম আব্দুন নূর জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।