Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎বাংলাদেশ ব্যাংকসহ সরকারের ৭ বিভাগের সঙ্গে ইসির বৈঠক ২২ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৬:৫৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৮:০৯

ছবি কোলাজ: সারাবাংলা

‎ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের সাত বিভাগের সঙ্গে বুধবার (২২ অক্টোবর) বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

‎ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ‘মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়’ সংক্রান্ত গঠিত কমিটির সভা বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর- ৪১৩) অনুষ্ঠিত হবে।

‎সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত থাকবেন যুগ্মসচিব রহিমা আক্তার, মন্ত্রীপরিষদ বিভাগ থেকে থাকবেন যুগ্মসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, স্থানীয় সরকারের যুগ্মসচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইসরাত জাহান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব বদরুল হাসান লিটন, আইন মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর