Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৭:৪৮

টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় এ জেড স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডাক্তার নুরুল হক স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সেন্ট্রাল হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় টিএসআর ক্রিকেট টিম ১২ রানে ওয়াই সি রংপুরকে পরাজিত করে।

প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাইন, শহিদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শোয়েব ইসলাম অভি প্রমুখ।

বিজ্ঞাপন

টুর্নামেন্ট কমিটির আহবায়ক সারিক মাহবুব ইবনে সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সাইদুল ইসলাম রাজা, রুবেল হোসেন, সাজ্জাদ হোসেন তমাল, আবিদ হাসান, সিফাত হোসেন প্রমুখ।

উদ্বোধনী খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে টিএসআর। দলের পক্ষে বাফিন ৫৮ ও নয়ন ৪৬ রান করেন। ওআই সি রংপুরের বোলার বেলাল তিনটি উইকেট লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় টিএসআর দলের বাফিন। আম্পায়ার ছিলেন ফিরোজ ও রাহিদ। টুর্নামেন্টে বগুড়া ছাড়াও ঢাকা ও চট্টগ্রামের ১৬টি দল অংশগ্রহণ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর