Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু নির্বাচনে ভাইরাল ‘বোমা ফাটানো’র ভিডিওটি ‘এআই’ দিয়ে বানানো

রাবি করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৮:০২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৮:৩৫

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নির্বাচন চলাকালে এক গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলার সময় বোমা ফাটানোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি এআই-নির্মিত বলে দাবি করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫ টায় আরএমপি উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি (চলতি দায়িত্বে) ও এডিসি (মিডিয়া) মো. গাজিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ের সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে ভিডিওটি পরীক্ষা-নিরীক্ষা ও ফ্যাক্ট-চেক করে দেখা যায়, দৃশ্যটি সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি। কোনো একটি মহল ইচ্ছাকৃতভাবে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের ভুয়া ভিডিও প্রচার করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে, গুজব ছড়ানো, ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকুন। মিথ্যা ও গুজবমূলক কোনো বিষয় পোস্ট করা, শেয়ার করা, লাইক দেওয়া বা কমেন্ট করা ফৌজদারি অপরাধ। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর