Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরগঞ্জে ধানখেত থেকে মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৮:২৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৯:০৭

প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা মৌজাস্থ একটি ধানখেত থেকে আনিছুর রহমান (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনিছুর বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে পুলিশ আনিছুর রহমানের মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এর তিন দিন আগে সন্ধ্যায় পারিবারিক দ্বন্দ্বের জেরে আনিছুর রহমান বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। দুপুরে বাড়ির পাশে বিলের একটি ধানখেত থেকে বাতাসে ভেসে উঠা দুর্গন্ধের সূত্র ধরে মরদেহ সনাক্ত করে থানায় খবর দিলে পুলিশ এসে আনিছুরের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এসআই মমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আনিছুর রহমান নিখোঁজের ব্যাপারে আগে কোনো জিডি হয়নি।

ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, তিন দিন আগে (গত মঙ্গলবার) পারিবারিক বিবাদের জের ধরে বাড়ি থেকে বেরিয়ে যাবার পর আনিছুর আর বাড়িতে ফেরেনি বলে তিনি শুনেছেন।

থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ নির্ণয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর