Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সফটওয়্যার জটিলতায় স্মার্টকার্ড প্রিন্টের কাজ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৯:১০

স্মার্টকার্ড। ছবি: সংগৃহীত

‎ঢাকা: সফটওয়্যার জটিলতায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্মার্টকার্ড প্রিন্ট করার কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে স্মার্টকার্ড উৎপাদন বন্ধ রয়েছে।

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ইসির এনআইডি অনুবিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য জানান।

‎ইসি সূত্রে জানা গেছে, এনআইডির স্মার্টকার্ড প্রিন্ট হয়েছে আর কোনটির প্রিন্ট হয়নি তা সফটওয়্যারে যাচাই করা যাচ্ছে না।

‎উল্লেখ্য, ২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর নাগরিকদের প্রথমে কাগজে লেমিনেটিং করা কার্ড সরবরাহ করে ইসি। তবে ২০১৬ সালে ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড দেওয়া শুরু করে সংস্থাটি।

‎বর্তমানে, ইসির হাতে ৫০ হাজারের মতো ব্ল্যাংক কার্ড থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা প্রিন্ট পারছে না নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর