ঢাকা: সফটওয়্যার জটিলতায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্মার্টকার্ড প্রিন্ট করার কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে স্মার্টকার্ড উৎপাদন বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ইসির এনআইডি অনুবিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য জানান।
ইসি সূত্রে জানা গেছে, এনআইডির স্মার্টকার্ড প্রিন্ট হয়েছে আর কোনটির প্রিন্ট হয়নি তা সফটওয়্যারে যাচাই করা যাচ্ছে না।
উল্লেখ্য, ২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর নাগরিকদের প্রথমে কাগজে লেমিনেটিং করা কার্ড সরবরাহ করে ইসি। তবে ২০১৬ সালে ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড দেওয়া শুরু করে সংস্থাটি।
বর্তমানে, ইসির হাতে ৫০ হাজারের মতো ব্ল্যাংক কার্ড থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা প্রিন্ট পারছে না নির্বাচন কমিশন।
সফটওয়্যার জটিলতায় স্মার্টকার্ড প্রিন্টের কাজ বন্ধ
স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৯:১০
১৬ অক্টোবর ২০২৫ ১৯:১০
সারাবাংলা/এনএল/এনজে