Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবিতে মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৯:৫০

ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবিতে মিছিল। ছবি: সারাবাংলা

ফরিদপুর: ফরিদপুরকে দ্রুত সময়ের মধ্যে বিভাগ ঘোষণার দাবিতে মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় ফরিদপুরকে বিভাগ করার দাবিতে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা।

পরে প্রেসক্লাবের সামনে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলার নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ, সৈয়দ জুলফিকর হোসেন জুয়েল, বেনজির আহম্মেদ তাবরিজ, সাংবাদিক মফিজ ইমাম মিলন, ছাত্র সমন্বয় সোহেল রানা প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার প্রশাসনিক কার্যক্রমকে আর গতিশীল করার লক্ষ্যে বিভাগ ঘোষণা খুব জরুরি। এছাড়া এই অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ফরিদপুরকে দ্রুত বিভাগ ঘোষণার দাবি জানানা তারা। কোনো ধরনের ষড়যন্ত্রের কাছে বিভাগ বাস্তবায়ন বাধাগ্রস্ত হলে আগামীতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিভাগ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে প্রশাসনিক সংস্কার কমিশন কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ হিসেবে গঠনের সুপারিশ করে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রি-নিকার সচিব পর্যায়ের বৈঠকে কুমিল্লা ও ফরিদপুর নামে দু’টি আলাদা প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। বর্তমানে এটি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত নিকা’র সভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিজ্ঞাপন

বাবা হলেন হাসনাত আবদুল্লাহ
১৬ অক্টোবর ২০২৫ ১৯:৪৭

আরো

সম্পর্কিত খবর