Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ ডায়বেটিক সমিতির মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৯:৫৯

বক্তব্য দিচ্ছেন অধ্যাপক ডা. একে আজাদ খান। ছবি: সারাবাংলা

কুমিল্লা: খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্বোধন উপলক্ষে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার আয়োজন করেছে বাংলাদেশ ডায়বেটিক সমিতি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে কুমিল্লা খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনের অপেক্ষায় থাকা বাংলাদেশ ডায়বেটিক সমিতি পরিচালিত ১০০ শয্যা বিশিষ্ট কুমিল্লা খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতাল উদ্বোধন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়বেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, এনএইচএন-এর নির্বাহী পরিচালক ডাঃ এমএ সামাদ, এনএইচএন-এর চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির।

বিজ্ঞাপন

ডাঃ আতাউর রহমান জসিমের সঞ্চালনায় বক্তারা বলেন, দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক ডায়াবেটিক ও জেনারেল চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ ডায়বেটিক সমিতি কাজ করছে। কুমিল্লা খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতাল চালুর মাধ্যমে এই অঞ্চলের জনগণ আধুনিক চিকিৎসা সুবিধা পাবে। এ অঞ্চলের মানুষদের চিকিৎসার জন্য আর কুমিল্লার বাইরে যেতে হবে না।

এ হাসপাতালে গরীব ও দুস্থদের জন্য ৩০ শতাংশ বেডসহ চিকিৎসার যাবতীয় খরচ সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। সভায় কুমিল্লার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং হাসপাতালের কার্যক্রম সবার কাছে পৌঁছে দিতে সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ১০০ শয্যাবিশিষ্ট কুমিল্লা খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালটি বাংলাদেশ ডায়বেটিক সমিতির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে, যেখানে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগের আধুনিক চিকিৎসা ও পরামর্শসেবা দেওয়া হবে।

বিজ্ঞাপন

বাবা হলেন হাসনাত আবদুল্লাহ
১৬ অক্টোবর ২০২৫ ১৯:৪৭

আরো

সম্পর্কিত খবর