Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ঈর্ষনীয় ফলাফল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ২০:১৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ২২:৪০

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫। ছবি: সারাবাংলা

রংপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধী্নে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৫৭.৪৯%, যা গত বছরের ৭৭.৫৬% থেকে ২০.০৭% কম। মোট এক লাখ ৫৮ হাজার ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ৮৮২ জন পাস করেছে। ছাত্রদের পাসের হার ৫২.৬৫% এবং ছাত্রীদের ৬১.৯২%। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন, যা গত বছরের ১৪ হাজার ২৯৫ জনের তুলনায় ৮ হাজার ৩৫ জন কম। ইংরেজি বিষয়ে বেশি অকৃতকার্যতা দেখা গেছে। এবার ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ৬৬৬টি কলেজের মধ্যে ৪৩টিতে শূন্য পাস এবং ১১টিতে শতভাগ সাফল্য।

রংপুরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বোর্ডের সামগ্রিক ফলের ধস সত্ত্বেও ঈর্ষনীয় ফল করেছে। জেলায় পাসের হার ৬৮.২৯%, জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ২৬ জন। রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন পরীক্ষার্থী সবাই জিপিএ-৫ পেয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে, যার মধ্যে ৪৪ জন বিজ্ঞান ও ২ জন মানবিক বিভাগের। কারমাইকেল কলেজ থেকে ৯৬৩ জনের মধ্যে ৭৯৮ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন। সরকারি বেগম রোকেয়া কলেজ থেকে ৯৮২ জনের মধ্যে ৮২৯ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন। রংপুর সিটি কলেজ থেকে ৬৯৬ জনের মধ্যে ৫৬৩ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন।

বিজ্ঞাপন

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৯৬ জনের মধ্যে ৮৮৪ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪৫৬ জন। দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫০ জনের মধ্যে ১৪৯ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন। রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭৯৬ জনের মধ্যে ৭৮১ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩৮২ জন। রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫১৭ জনের মধ্যে ৪৮৪ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫০৪ জনের মধ্যে ৪৮১ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৪৩ জনের মধ্যে ৫৪২ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১০০ জন।

ফল প্রকাশের পর রংপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা আনন্দে মেতে উঠেছেন। মিষ্টি বিতরণের মাধ্যমে তারা সাফল্য উদযাপন করেছেন। প্রতিষ্ঠান প্রধানরা জানান, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার কারণে এই সাফল্য অর্জিত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রতিটি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মহা: তৌহিদুল ইসলাম জানান, চলতি বছর দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ১,০৫,৮৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৬০,৮৮২ জন পাস করেছে। এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভাল ফলাফল করেছে। এবারে ছাত্রীদের পাশের হার ৬১ দশমিক ৯২ এবং ছাত্রদের ৫২ দশমিক ৬৫। জিপিএ-তে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। মোট জিপিএ প্রাপ্ত ৬,২৬০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২৭৭৪ ও ছাত্রী হচ্ছে ৩৪৮৬ জন।

জেলাভিত্তিক ফলাফলে রংপুর জেলায় সর্বোচ্চ পাসের হার ৬৮.২৯ শতাংশ এবং পঞ্চগড়ে সর্বনিম্ন ৪৩.১৯%শতাংশ। মোট ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে।

উল্লেখ্য, গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার ছিল ৭৭ দশমিক ৫৬। সেই হিসাবে এবারে পাশের হার কমেছে। জিপিএ প্রাপ্তিতেও এই হার কমেছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ঢাবির চারুকলায় শরৎ উৎসব উদযাপন
১৬ অক্টোবর ২০২৫ ২২:১৪

আরো

সম্পর্কিত খবর