ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কার্যক্রমে আরও বেশি গতি আনতে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করেছে। এ জন্য তফসিল ঘোষণার আগ পর্যন্ত ছুটির দিনেও এবং অফিস সময় শেষে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।
ওই আদেশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এখন থেকেই সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।
এখন থেকে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করবে কর্মকর্তারা। সেসঙ্গে অফিস সময় শেষেও দায়িত্ব পালনে কাজ করবে ইসি কর্মকর্তারা।