বগুড়া: চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বগুড়া থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী। এইচএসসি পরীক্ষায় ২৫ হাজার ৯৬০জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৭ হাজার ৯২১ জন। এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর চেয়ারম্যান।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়। ফলাফলে বগুড়ায় এবার পাশের হার ৬৯ দশমিক ৭৬ শতাংশ।
জানা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বগুড়ায় এবার ৬৩টি কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় ৩৩ হাজার ১৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ছাত্র ১৮ হাজার ৬৬৪ জন এবং ছাত্রী ১৪ হাজার ৫০৭ জন। জেলায় এইচএসসি পরীক্ষায় ৩৩টি কেন্দ্রে ২৫ হাজার ৯৬০জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে পাশ করেছে ১৭ হাজার ৯২১জন। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৬৩জন। এছাড়া ১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় ২ হাজার ৪৪৮ জন, এইচএসসি (বিএমটি) ভোকেশনাল পরীক্ষা ১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণকারী ছিল ৪ হাজার ৮০৫ জন শিক্ষার্থী।
বগুড়ার বিভিন্ন স্কুল সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় বগুড়ায় বিয়াম মডেল স্কুল এন্ড কলেজে পাশের হার শতকরা ৯৯ দশমিক ৬৩ শতাংশ। আর জপিএ-৫ পেয়েছে শতকরা ৫০ দশমিক ৯৩ শতাংশ। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ২৬৭জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাশ করেছেন ২৬৬জন।
জিপিএ-৫ পেয়েছে ১৩৬ জন। বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজে ৪৬৮ জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাশ করেছেন ৪৬৬ জন। এই কলেজে পাশের হার ৯৯ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৩৭জন পরীক্ষার্থী। এছাড়া নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজে ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ২৩৪জন। পাশের হার ৯০ দশমিক ৭০ শতাংশ।
বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান জানান, ফলাফলে সন্তোষ প্রকাশ করছি। তবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের চিত্র ভিন্ন। এবারের ফলাফলের একটি ম্যাসেজ হলো-প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরো সচেতন এবং যত্মশীল হতে হবে। শিক্ষার্থীরা যেন যোগ্য হয়ে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।
বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ জানান, জেলায় এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি সামগ্রিক পাশের হারও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আগামীতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরো সচেতন হতে হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর চেয়ারম্যান আ.ন.ম. মোফাখখারুল ইসলাম জানান, এবার এইচএসসি পরীক্ষায় বগুড়ায় ২৫ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ১৭ হাজার ৯২১ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৬৩ জন।