নওগাঁ: তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৬ অক্টোবর) সকালে জেলা পরিষদ চত্বরে ফেষ্টুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
ক্রীড়া পরিদফতরের বার্ষিক কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। পরে জেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শুরু হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথি, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, মেহেদী হাসান, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বীসহ অন্যান্য কর্মকর্তারা।
সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার ও জার্সি বিতরণ করেন। প্রশিক্ষণে জেলার সদর উপজেলার বিভিন্ন স্কুলের ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়।