নোয়াখালী: জেলার সদর উপজেলায় সুপারি গাছ থেকে পড়ে মো. মিজানুর রহমান (৫২) নামে এক ব্যক্তি মারা গেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ৪ নম্বর কাদির হানিফ ইউনিয়নের গোপীনাথপুর চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। এদিন রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাইন উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয় এলাকার চৌকিদার বাড়িতে গাছে সুপারি পাড়তে যায় মিজান। সেখানে অসাবধানতাবশত সুপারি গাছের ওপর থেকে পড়ে যান তিনি। পরে বাড়ির লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।