Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু নির্বাচন
মেয়েদের ৬ হলে ভিপি-এজিএসে শিবির, জিএসে এগিয়ে আম্মার

রাবি করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ০২:৩২ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ০২:৪১

মোস্তাকুর রহমান জাহিদ, এস এম সালমান সাব্বির (শিবির প্যানেল) ও সালাহউদ্দিন আম্মার। ছবি কোলাজ: সারাবাংলা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে মেয়েদের সবগুলো হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে ছাত্রশিবির- সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীদ্বয় এগিয়ে আছেন। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে রাত ২টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মন্নুজান, বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া, রহমতুন্নেছা ও জুলাই–৩৬সহ মোট ৬টি হলের ফলাফল একে একে ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফল অনুযায়ী, মেয়েদের ছয়টি হলে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪২৫৭ টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর ভোট পেয়েছেন ১২০৬ টি । ‘আধিপত্য বিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৩৬৮৬ টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ২২৫১ টি ভোট।

এজিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ২২৯৫ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১৭০২ টি ভোট।

সারাবাংলা/এনএমই/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর