Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিশ্রম করেছি, ফল আসেনি—হতাশা ঝড়ল হামজার কণ্ঠে

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১০:৪৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১২:২৪

হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচের ফলাফলে হতাশ হামজা

তাকে ঘিরেই ছিল বাংলাদেশের সব আশা ভরসা। হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত পারফর্ম করলেও শেষ পর্যন্ত জয় না পাওয়ার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হামজা চৌধুরীকে। জাতীয় দলের দায়িত্ব শেষে ইংল্যান্ডে ফেরার পর হামজা জানিয়েছেন, অনেক পরিশ্রম করলেও কাঙ্ক্ষিত ফল পাননি তিনি।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে তার গোলেই লিড পেয়েছিল বাংলাদেশ। নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে ৪-৩ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ফিরত লেগে অবশ্য ১-১ গোলের সান্ত্বনার ড্র নিয়ে বাড়ি ফিরেছে বাংলাদেশ। এই দুই ম্যাচে জয় না পাওয়ায় এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের।

বিজ্ঞাপন

জাতীয় দলের খেলা শেষে আবার ইংল্যান্ডে ফিরে গেছেন হামজা। নিজেদের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘যেভাবে আশা করেছিলাম এবং কঠোর পরিশ্রম করেছিলাম, সেভাবে ফল আসেনি। তবে সব সময়ের মতোই বাংলাদেশের হয়ে, এই দলটার হয়ে খেলতে পেরে গর্বিত।’

১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলতে আবার দেশে আসবেন হামজা। হামজা বলেন, ‘এই সফরে (অক্টোবরে ঢাকায় আসা) ইতিবাচক অনেক কিছু পেলাম। ইনশা আল্লাহ, নভেম্বরে আবার দেখা হবে।’

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর