নাটোর: নাটোরে ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম মো. আলতাব হোসেন (২৬)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে জেলার লালপুর উপজেলার বিলমারিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, এই ঘটনার পরে স্থানীয়রা ওই যুবককে আটক করে এবং গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে অভিযুক্তকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
এমন পরিস্থিতিতে লালপুর সেনা ক্যাম্প থেকে একটি টহল দল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং অভিযুক্তকে নিরাপদে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ বর্তমানে আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং অভিযুক্তকে হেফাজতে নিয়েছে।
এদিকে, ভুক্তভোগী শিশুটি বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।