Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাকে পাশে নিয়ে ফলাফল উপভোগ রাকসুর জিএস সালাউদ্দিনের

রাবি করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৬:৫১

মায়ের সঙ্গে সিনেট প্রতিনিধি সালাউদ্দিন আম্মার।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে মাকে পাশে নিয়ে ফলাফল উপভোগ করছেন রাকসুর জিএস ও সিনেট প্রতিনিধি সালাউদ্দিন আম্মার।

শুক্রবার (১৭ই অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সময় মাকে তার পাশে নিয়ে হাসিখুশি অবস্থায় দেখা যায় সালাউদ্দিন আম্মারকে।

এ বিষয়ে সালাউদ্দিন আম্মার বলেন, ‘জুলাই আন্দোলনে আমার সবথেকে সাহসের জায়গা ছিলো আমার মা। রাকসু নির্বাচনেও সবথেকে অনুপ্রেরণা জুগিয়েছে আমার মা। তাই গতকাল রাতে সাহস জোগাতে খুলনা থেকে রাজশাহীতে চলে এসেছেন। মাকে নিয়েই কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফলাফল উপভোগ করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা আমাকে তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমাকে মূল্যয়ন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের সর্বোচ্চ ত্যাগ আমি কখনোই ভুলবো না।’

উল্লেখ্য, জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি। তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক।

সারাবাংলা/এনএমই/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর