Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ সই অনুষ্ঠানে মির্জা ফখরুল ও সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৮:৪৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ইতোমধ্যে জাতীয় সংসদের এলডি হলস্থ ঐকমত্য কমিশন অফিসে পৌঁছেছেন।

এদিন বিকেলে কমিশনের অধীনে জুলাই সনদটি সই হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই