Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে জীবনমান উন্নয়নে সহায়তা দিল রেড ক্রিসেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৭:৪৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৭:৪৬

আর্থিক সহায়তার চেক প্রদান করা হচ্ছে। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি (আইএফআরপি)-এর সহায়তায় টাঙ্গাইলের কালিহাতীতে জীবন জীবিকায়নে উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেড়িপটল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট টাঙ্গাইল ইউনিটের আয়োজনে ১২০ জন উপকারভোগীদের মাঝে ৭০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি বেনজীর আহমেদ টিটো।

জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য সাদেকুল আলম খোকা, তারেকুল ইসলাম ঝলক, ইউনিট লেভেল কর্মকর্তা ইজ্জত আলী খান, কো অর্ডিনেটর মনিরুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনা শেষে অতিথিবৃন্দ কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গরু পালনে জন্য ৪৫ হাজার, ছাগল পালনে ৩০ হাজার, কৃষি সহায়তা ৩০ হাজার, হাঁস-মুরগি পালনে ২৫ হাজার, ক্ষুদ্র ব্যবসা ৩০ হাজার ও ভ্যান রিক্সা জন্য ৪৫ হাজার, নৌকা-জেলেদের জীবনমান উন্নয়নের জন্য ৪০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর