Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ঘরে ঢুকে যুবকের মাথায় গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৭:৪৭

প্রতীকী ছবি।

খুলনা: খুলনায় বাড়ির ভেতরে ঢুকে সো‌হেল (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে নগরীর ২ নম্বর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোহেল মোড়লগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের স্বপন শিকদার ছেলে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সোহেল দুপুরে স্ত্রী টুম্পা বেগম ও সন্তান তাসকিনকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত এসে বাড়িতে ঢুকে ঘরে থাকা যুবকের মাথায় গুলি করে পালিয়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

খুলনার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মাদক সংক্রান্ত বিষয় নিয়ে এ হামলা হতে পারে। পুলিশ ঘটনা তদন্ত করছে। সোহেল খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ৩ আগস্ট একই স্থানে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করেছিল। তখনও তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর