ঢাকা: জুলাই সনদে সই-এর পরই জাতীয় সংসদ ভবন এলাকার খামারবাড়ি মোড়ে নোয়াখালী বিভাগের দাবিতে মিছিলরত অবস্থায় জড়ো হয়েছে কয়েক শতাধিক মানুষ।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে তারা অবস্থান নিয়ে ‘নোয়াখালী বিভাগ চাই’, ‘একশন একশন ডাইরেক্ট একশন’ স্লোগান দিচ্ছেন।
আজকের এই দিনে সংসদ ভবন এলাকায় আন্দোলনের বিষয়ে জানতে চাইলে আন্দোলন কারীরা বলেন, ‘৫ আগস্ট আমরা আন্দোলন করেছি কি জন্য? হাসিনাকে আমরা হটিয়েছি কি জন্য? নোয়াখালী বিভাগ পাওয়ার জন্য। অবিলম্বে নোয়াখালী বিভাগ দিতে হবে।’
এর আগে, আজ দুপুরে জুলাই সনদে সই অনুষ্ঠানে ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জুলাই যোদ্ধাদের লাঠিপেটা করে পুলিশ। এই ঘটনায় ১০ জন জুলাই যোদ্ধা আহত হন।
এদিন, সকাল ১১টার দিকে জুলাই যোদ্ধারা তিন দফা দাবিতে জুলাই সনদ সই মঞ্চে অবস্থান নেয়। তাদের দাবিগুলো ছিল- জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এই দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।